উখিয়ায় সড়কের উপর যানজট সৃষ্টির দায়ে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক •

উখিয়ার ব্যস্ততম স্টেশন কোর্টবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার(১৩ই ডিসেম্বর) সড়কের উপর গাড়ি থামিয়ে যানজট সৃষ্টিকারী একটি পেয়াজ বহনকারী ট্রাক কে অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।

পর্যটন নগরী কক্সবাজার থেকে প্রকাশিত বহুল প্রচারিত “কক্সবাজার জার্নাল ডটকম” এ যানজটের সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। সড়কের পাশে যত্রতত্র গাড়ি পার্কিং না করার জন্য সতর্কতা আরোপ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।

আরও খবর