সংবাদ বিজ্ঞপ্তি •
উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবস। ১৪ ডিসেম্বর সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিমুল এহসান খান, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বলেন, বাঙালীর ইতিহাসে শহীদ বুদ্ধিজীবীদের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।
মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা বাঙালী জাতিকে স্বাধীনতার জন্য উজ্জীবিত করেছিলো। পাকিস্তানীরা আমাদের বিজয় নিশ্চিত জেনে বাঙালী জাতিকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করে। এইসব শহীদ বুদ্ধিজীবীদের আজীবন শ্রদ্ধাভরে স্মরন করবে বাঙালী জাতি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-