কক্সবাজারে রাম ও বিয়ারসহ গ্রেপ্তার দুই যুবক

নিজস্ব প্রতিবেদক •


কক্সবাজার-টেকনাফ সড়কের লিংকরোডস্থ হাজী গফুর মার্কেটের সামনে অভিযান চালিয়ে ১০ বোতল রাম ও ৭০ ক্যান বিয়ারসহ একটি নাম্বারবিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

এসময় সিএনজি ড্রাইভার উখিয়া মরিচ্যা সেতুনি পাড়া এলাকার মো. আবু তাহের (২২) ও বান্দরবান নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যরছড়া এলাকার মৃত কাছু মিয়ার ছেলে মো. আবছার (২০) কে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারি পরিচালক সোমেন মন্ডল।

সোমেন মন্ডল বলেন, ‘‘রবিবার (১৩ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বোতল ও বিয়ার জব্দ করা হয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চাঁন মিয়া বাদী হয়ে আটককৃত ব্যক্তি মো. আবু তাহের ও মো. আবছার উভয়কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোমবার ( ১৪ ডিসেম্বর) সকালে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

আরও খবর