টেকনাফ সড়কে স্বর্ণসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের টেকনাফ সীমান্তে প্রধান সড়কে বিজিবি জওয়ানেরা যানবাহন তল্লাশি চালিয়ে গলানো স্বর্ণের বারসহ এক রাখাইন পাচারকারীকে আটক করেছে।

সূত্র জানায়, রবিবার সকাল সাড়ে ৭টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা কক্সবাজারগামী একটি পালকী পরিবহন সার্ভিসের বাসে তল্লাশী চালিয়ে সন্দেহভাজন যাত্রী কক্সবাজার ফুলবাগ সড়কের মৃত নানিচা রাখাইনের পুত্র ক্যসামং রাখাইন (৪৫) এর মানিব্যাগ তল্লাশি করে ২টি স্বর্ণের গলানো পাত পাওয়া যায়। যা ওজন করে ১৪ভরি ৪আনা ৩রতি এবং বৈধ কোন কাগজপত্র না থাকায় স্বর্ণের বারসহ ওই রাখাইন পাচারকারীকে আটক করা হয়।

টেকনাফ ২বিজিবি ব্যাটারিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করে জব্দকৃত স্বর্ণ কক্সবাজার জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।

আরও খবর