নিজস্ব প্রতিবেদক •
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় শিপ্রা দেবনাথ ও সিফাতের বিরুদ্ধে পুলিশের দায়ের ২ টি মাদক মামলায় অভিযোগের সত্যতা পায়নি উল্লেখ করে চুড়ান্ত রিপোর্ট আদালতে জমা দিয়েছেন র্যাবের তদন্তকারি কর্মকর্তা এএসপি বিমান চন্দ্র কর্মকার।
রোববার বেলা ১২ টায় জেষ্ঠ্য বিচারিক হাকিম (কক্সবাজার-৪) তামান্না ফারাহ এর আদালতে এ রিপোর্ট জমা দেয়া হয় বলে জানিয়েছেন কক্সবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর ( পিপি ) ফরিদুল আলম।
পিপি ফরিদুল বলেন, মেজর সিনহা হত্যার ঘটনায় রামু থানায় শিপ্রা দেবনাথের এবং টেকনাফ থানায় সিফাতের বিরুদ্ধে পুলিশের দায়ের ২ টি মাদক মামলায় অভিযোগের সত্যতা পায়নি উল্লেখ করে র্যাবের তদন্তকারি কর্মকর্তা আদালতে চুড়ান্ত রিপোর্ট জমা দিয়েছেন। আদালত রিপোর্টটি গ্রহণ করে ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-