পলিথিনে ইয়াবা মুড়িয়ে সেটি অন্য খাবারের সঙ্গে গরুকে খাওয়ানো হয়। পরে জবাই করে গরুর পেট কেটে সেসব ইয়াবা বের করা হয়। এ কারণে দিনদিন বাড়ছে ভারতীয় গরুর ভুড়ির কদর।
এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ওসি মো. লোকমান হোসেন। বৃহস্পতিবার উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় এ তথ্য দেন তিনি। পরে সেটি সবার মাঝে আলোচনার খোরাক হয়ে দাঁড়ায়। উদ্বেগ প্রকাশের পাশাপাশি গরু চোরাচালান বন্ধে কী ধরণের পদক্ষেপ নেয়া যায় সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
শুক্রবার সন্ধ্যায় ওসি লোকমান হোসেন বলেন, যেকোনো উপায়ে ভারতীয় গরু আসা বন্ধ করতে হবে। গরু এলে মাদকও আসা শুরু হবে। গরুর পেটে করে যেভাবে ইয়াবা আনা হচ্ছে সেটি উদ্বেগজনক।
কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, গরুর পেটে করে ভারত থেকে ইয়াবা পাচারের তথ্য শুনে আমরা অবাক হয়েছি। দ্রুত গরু চোরাচালান বন্ধ না করলে মাদকের ভয়াবহতা রোধ করা সম্ভব হবে না।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-