সিনহা হত্যা মামলা, রোববার চার্জশিট দিচ্ছে র‌্যাব

বিশেষ প্রতিবেদক :

টেকনাফে চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হওয়া অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার তদন্ত প্রতিবেদন রোববার আদালতে জমা দেবেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি নির্ভরযোগ্য সুত্র।

দীর্ঘ চার মাসের বেশী সময় তদন্ত শেষে রোববার বেলা ১১ টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে এ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে।

চলতি বছরের ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন একটি চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। পরে তার বোনের করা মামলায় এখন পর্যন্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপসহ ১৪ আসামী কারাগারে রয়েছেন।

আরও খবর