বিভাগীয় কমিশনার গোল্ডকাপে কক্সবাজার জেলা ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বিভগীয় কমিশনার গোল্ডকাপ টুর্নামেন্টে কক্সবাজার জেলা ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার ১১ ডিসেম্বর রাতে চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে ফেনী জেলা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে কক্সবাজার জেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার এই গৌরব অর্জন করেছে।

কক্সবাজার জেলা ফুটবল দলের কোচ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

খেলা শেষে জাতীয় সংসদের হুইপ শামসুল হক এমপি চ্যাম্পিয়ান কক্সবাজার জেলা ফুটবল দল এর অধিনায়ক মুমিনুর রশিদের হাতে চ্যাম্পিয়ান ট্রপি তুলে দেন। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে কক্সবাজার জেলা দলের খেলোয়াড় জাহাঙ্গীর একমাত্র গোলটি করে কক্সবাজার জেলা ফুটবল দলের বিজয় নিশ্চিত করেন।

এর আগে কক্সবাজার জেলা ফুটবল দল তাদের প্রথম খেলায় বান্দরবান স্টেডিয়ামে রাঙ্গামাটি জেলা ফুটবল দলকে ৫-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে। গত ৯ ডিসেম্বর চট্টগ্রাম এম. এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে চাঁদপুর জেলা দলকে ৪-০ গোলে হারিয়ে কক্সবাজার জেলা ফুটবল ফাইনালে উঠে। কক্সবাজার জেলা ফুটবল দলের জালে শেষ পর্যন্ত কোন দল বল পাঠাতে পারেনি। খেলায় কক্সবাজার জেলা ফুটবল দলের গোলদাতা জাহাঙ্গীর ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন।

শুক্রবার ১১ ডিসেম্বর অনুষ্ঠিত ফাইনাল খেলার খেলোয়াড়বৃন্দ হলেন-মুমিনুর রশিদ (অধিনায়ক), জিয়াবুল ইসলাম সাঈদী (গোলকিপার), আনোয়ারুল আজিম রানা, সাকিব সুলেমান রাপু, শাহরিয়ার হোসেন রিপন, রেজাউল করিম, জাহাঙ্গীর, রিয়াজ উদ্দিন সাগর, শেখ আহমদ, জাহাঙ্গীর আলম ও শেখ জামাল। কক্সবাজার জেলা ফুটবল দলের কোচ হলেন মাসুদ আলম, সহকারী কোচ খালেদ ও ম্যানেজার ছিদ্দিক আহমদ।

এর আগেও কোচ মাসুদ আলমের নেতৃত্বে কক্সবাজার জেলা ফুটবল দল বঙ্গবন্ধু গোলকাপ জাতীয় চ্যাম্পিয়ানশীপে চট্টগ্রাম জোনাল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছিলো। এছাড়া বর্তমানের কোচ মাসুদ আলমের অধিনায়কত্বে ২০০৪ সালেও কক্সবাজার জেলা ফুটবল দল বিভাগীয় চ্যাম্পিয়ান হয়েছিলো।

আরও খবর