টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ১

টেকনাফ প্রতিনিধি •


কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব-৭। উপজেলার হোয়াইক্যং এলাকায় বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আড়াই কোটি টাকা মূল্যের প্রায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুুদুল হাসান মামুন জানান, মাদকের একটি বড় চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে তা কিছুদূর গিয়ে থামে। পরে ওই সিএনজি থেকে বস্তাসহ দৌড়ে পালানোর সময় ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা বস্তা তল্লাশি করে আনুমানিক দুই কোটি ৪৬ লাখ টাকা মূল্যের ৪৯ হাজার দুইশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও খবর