কক্সবাজার জার্নাল রিপোর্ট •
দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর পাকিস্তানী বাহিনী বুঝতে পেরেছিল তাদের বিজয়ের কোনও সম্ভাবনা নেই, পরাজয় নিশ্চিত। তখনই তারা পালিয়ে যেতে থাকে। কিন্তু যাওয়ার আগেই মুক্তিযোদ্ধারা সব এলাকা দখল করে নেন।
মুক্তিযুদ্ধকালীন অধিনায়ক ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবদুস সোবহান বলেন, ‘১৯৭১ সালের এই দিনে (১২ ডিসেম্বর) কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শত্রুমুক্ত ঘোষণা করা হয়। কৃষক, শ্রমিক জনতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালে পাক হানাদারের হাতে নির্মম ও নৃশংসভাবে শহীদ হন ছাত্রনেতা শহীদ সুভাষ, শহীদ দৌলত ও শহীদ ফরহাদসহ অসংখ্য সাহসী যুবক।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-