ফারুক আহমদ, উখিয়া •
উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ চৌধুরীপাড়ার সম্ভ্রান্ত পরিবারের সন্তান মরহুম আলহাজ্ব আহমদ কবির চৌধুরীর নামাজের জানাজা গত সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
চৌধুরীপাড়া মসজিদ প্রাঙ্গণ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয।
মরহুম আলহাজ্ব আহমদ কবির চৌধুরী একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছিলেন। কোটবাজার বনিক কল্যান সমবায় সমিতির লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও বর্তমান কমিটির সহ সভাপতি ।
আলহাজ্ব আহমদ কবির চৌধুরী গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিও তে ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ৩ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
মরহুম আহমদ কবির চৌধুরী, মরহুম ঈমান শরীফ চৌধুরীর একমাত্র পুত্র এবং উখিয়া উপজেলার প্রথম ও সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহামুদুল হক চৌধুরীর ভাতিজা।
এদিকে, মরহুমের জানাযার পূর্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মাহমুদুল হক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী, হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন মিন্টু, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সিকদার, আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, অধ্যাপক আকতার চৌধুরী, ডাক্তার আজিজুল হক, মুফতি আব্দুল গফুর নদীম, মাওলানা অলিউল্লাহ, ইমরুল কায়েস চৌধুরী, ইকবাল বাহার চৌধুরী, এনায়েত উল্লাহ চৌধুরী টিটু ও মরহুমের বড় সন্তান জাহাঙ্গীর আলম চৌধুরী।
মরহুম আলহাজ্ব আহমদ কবিরের নামাজের জানাজায় ধর্মপ্রাণ মুসল্লী নানা পেশার শ্রেণীর লোকজন ও শোকাহত মানুষের ঢল নামে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-