উখিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ‘মাস্ক ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ,উখিয়া •


সারাদেশের ন্যায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসাধারণকে সতর্কবার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলমের নেতৃত্বে জনসচেতনতামূলক মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বুধবার বালুখালী বাজারে নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ মাস্ক ক্যাম্পেইনে জনসাধারণকে মাস্ক পরিধান করে চলাফেরার জন্য সতর্কবার্তা প্রদান করা হয়। মাস্ক ক্যাম্পেইনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্যাকসিনেটরবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম বলেন,প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে সজাগ থাকতে হবে। জনসমাগম এড়িয়ে মাস্ক পরিধান করে চলাফেরার নির্দেশ প্রদান করেন তিনি। এবং মাস্ক ক্যাম্পেইন ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তবে বিগত দিনেও জনসাধারণকে সচেতনতায় ফেরাতে উপজেলার বিভিন্ন স্টেশন,হোটেল, রেস্টুরেন্টে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে পরামর্শ প্রদান করেন তিনি। ভবিষ্যতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও খবর