চট্টগ্রাম •
চট্টগ্রামের পটিয়ায় কাঁচা সুপারির মাঝখানে কেটে তার ভেতরে ইয়াবা ঢুকিয়ে পাচারের সময় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার খরনা রাস্তার মাথা এলাকায় চেকপোস্ট থেকে গ্রেপ্তার করা হয়।
ওই নারীর নাম নাছিমা বেগম (৪০), তিনি কক্সবাজার জেলার কোটপাড়া এলাকার মনির আহমদের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার তারিক রহমান জানিয়েছেন, কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে যাবার সময় একটি যাত্রীবাহী বাসকে মহাসড়কের পটিয়ার খরনা রাস্তার মাথায় চেকপোস্টে থামানো হয়। এরপর তল্লাশি চালিয়ে একটি পলিব্যাগ শনাক্ত করেন পুলিশ সদস্যরা। পরবর্তীতে পলিব্যাগ খুলে সুপারি দেখতে পান তারা। এরপর ভালো করে তল্লাশি করে সুপারির ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘গ্রেপ্তার নারীর ওই সুপারির ব্যাগ থেকে মোট ৩ হাজার ৭০৪ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-