কক্সবাজারে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা

শিশু ধর্ষণের দায়ে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) জেবুন্নেসা আয়শা একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।

অর্থদণ্ড আদায়ের পর ধর্ষিতাকে তা ক্ষতিপূরণ হিসেবে দিতে রায়ে উল্লেখ করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক। সোমবার দুপুরে এ রায় ঘোষণা করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হল চকরিয়া উপজেলার করাইয়া ঘোনার সাহাবুদ্দিন বৈদ্যের এলাকার মৃত আলী হোসেনের পুত্র মোহাম্মদ ইসলাম। তাকে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত-২০০৩ সাল) এর ৯(১) ধারা অনুযায়ী বিজ্ঞ বিচারক এ সাজা প্রদান করেন।

রায়ে অর্থদণ্ড আদায়ের জন্য আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ ইসলামের এক লাখ টাকার সমপরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করতে জেলা কালেক্টরকে (ডিসি) নির্দেশ দেয়া হয়েছে। আসামির সম্পত্তি প্রকাশ্যে বিক্রি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২তে জমা দিতে বলা হয়েছে। এ টাকা ক্ষতিপূরণ বাবদ ধর্ষণের শিকার শিশুকে প্রদান করতে রায়ে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার।

আরও খবর