আমিরুল কবির •
কক্সবাজার সদরের পশ্চিম লারপাড়া ও কলাতলী ডলফিন চত্বর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রবিবার (৬ ডিসেম্বর) পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম আনুমানিক সন্ধ্যা সাড়ে ৫ টা এবং সন্ধ্যা ৭ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সদরের বাস টার্মিনাল সংলগ্ন পশ্চিম লারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিটি পাবলিক স্কুল গেইটের সামনে হতে চকরিয়া খুটাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দরগাপাড়া এলাকার শামসুল আলমের পুত্র মিজানুর রহমান (৩৩) বর্তমানে পশ্চিম লারপাড়া দুলামিয়া সওদাগরের ভাড়াটিয়াকে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
অপর দিকে একইদিন সন্ধ্যা ৭টার দিকে কলাতলী ডলফিন চত্বর সংলগ্ন রাধুনী রেঁস্তোরা এন্ড বিরানী হাউজ এর সামনের রাস্তার উপর হতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ আলীখালী এলাকার আবদুল্লাহর পুত্র ওমর ফারুক (২৫)কে ১ হাজার ইয়াবাসহ আটক করা হয়।
উভয় ঘটনায় আটককৃত ব্যক্তিদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর মডেল থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে বলেও জানা যায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-