গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ-সেন্টমার্টিনে কর্মরত কোস্টগার্ড সদস্যরা গভীর বঙ্গোপসাগরে একটি যৌথ অভিযান পরিচালনা করে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবার একটি বৃহৎ চালানসহ মাদক পাচারে জড়িত ৩ মিয়ানমার নাগরিক আটক করতে সক্ষম হয়েছে।
এসময় মাদক পাচারে ব্যবহার হওয়া একটি ফিশিং ট্রলারও জব্দ করে কোস্টগার্ড।
কক্সবাজার জার্নাল ডটকম’ কে এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড চট্রগ্রাম পুর্ব-জোনের মিডিয়া কর্মকর্তা লে.কমান্ডার এম হায়াত ইবনে ছিদ্দিক।
এদিকে ৭ ডিসেম্বর (সোমবার) বিকাল ২ টার দিকে সংবাদ সম্মেলনে, টেকনাফে কর্মরত কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে.আমিরুল ইসলাম স্থানীয় সংবাদ কর্মিদের জানান, গোপন সংবাদের মাধ্যমে কোস্টগার্ড জানতে পারে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা বড় একটি ইয়াবার চালান সাগর পথে টেকনাফের দিকে আসছে।
সেই তথ্য অনুযায়ী সেন্টমার্টিন ও টেকনাফে কর্মরত কোস্টগার্ড’র দুটি দল যৌথ ভাবে অভিযান পরিচালনা করার জন্য সাগরে অবস্থান নেয়। এরপর ৬ ডিসেম্বর গভীর রাতে সেন্টমার্টিন ছেড়াদ্বীপ উপকুল সংলগ্ন গভীর সাগরে স্বন্দেহ জনক একটি ফিশিং ট্রলারে তল্লাশী অভিযান পরিচালনা করে ট্রলারের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা তিনটি বস্তার ভিতর থেকে ৪ লাখ, ৫০ হাজার ইয়াবাসহ মাদক পাচারে জড়িত তিন মিয়ানমার নাগরিককে আটক করতে সক্ষম হয়।
আটক ইয়াবা পাচারকারীরা হচ্ছে,মিয়ানমার আকিয়াব এলাকার মৃত ইদ্রিস’র পুত্র মোঃ ইসহাক(৪৮),
তোয়াংকা(৫০), মংচু’এ(৪৮)।
তিনি আরো বলেন, ইয়াবাসহ আটক ৩ মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।####
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-