কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা অধ্যুষিত এলাকা কুতুপালং বাজার এলাকায় ধানক্ষেতে থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
তার নাম রোকেয়া বেগম (৩৪)। সে কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের সোনা মিয়ার মেয়ে।
রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।
সন্ধ্যায় পরিচয় নিশ্চিত করেছে স্বজনেরা।
এর আগে সকালে কুতুপালং বাজার সংলগ্ন জমিতে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় বাসিন্দারা।
পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। তখনো কেউ লাশের পরিচয় জানাতে পারে নি।
লাশ উদ্ধার ও শনাক্তের সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মেদ সঞ্জুর মোরশেদ।
তিনি জানান, ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-