নিজস্ব প্রতিবেদক •
উখিয়া উপজেলার আওতাধীন ছাত্রলীগ হলদিয়া পালং ইউনিয়ন শাখার সদ্য ঘোষিত কমিটি স্থগিত করেছে উখিয়া উপজেলা ছাত্রলীগ। আজ উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন ও সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সম্প্রতি মোহাম্মদ ইলিয়াস ও মুসলিম উদ্দিনকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণার পর পরই ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ইয়াবা সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। শুধু তাই নয়, দুজনই অছাত্র এবং বিএনপি পরিবারের সন্তান হওয়ায় সর্বত্র সমালোচনার ঝড় উঠে। এমনকি ইলিয়াস বিবাহিত বলেও অভিযোগ উঠে। তুমুল সমালোচনা ও বিতর্কের পর উক্ত কমিটি স্থগিত করে উপজেলা ছাত্রলীগ। এদিকে উপজেলা ছাত্রলীগের কমিটির অবস্থাও নড়েবড়ে।
সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদের সাথে এক ডজনেরও বেশী নারীর অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় পুরো জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যে কোন সময় উপজেলা ছাত্রলীগের কমিটিতেও পরিবর্তন আসতে পারে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-