হাবিবুর রহমান সোহেল •
রামুর খুনিয়া পালং ইউনিয়নের পূর্ব ধেছুয়া পালং এলাকার মৃত আবু তাহেরের ছেলে দূর্ধর্ষ বাদশ মিয়া চোর পার্শ্ববর্তী একটি ঘরে চুরি করতে গিয়ে ধরা খেয়ে গণপিটুনীতে নিহত হয়েছে বলে নিশ্চিত করেন রামু থানার ওসি আজমিরুজ্জামান।
পুলিশ জানিয়েছেন, ৫ ডিসেম্বর শনিবার ভোর রাতে একই ইউনিয়নের ছাগির কাটা এলাকার মৃত আমির হোসেনের ছেলে আবুল কালামের বাড়িতে ওই চোর চুরি করতে ডুকলে, তাদের ধাওয়া ও চিৎকারে এলাকার লোকজন জড়ো হলে নিহত বাদশা চোর ধরে পড়ে যাওয়ায় এলাকার লোকজনের গণপিটুনীতে সে ঘটনাস্থলে মারা যায়।
পরে খবর পেয়ে রামু থানা পুলিশের ওসি তদন্ত অরুপ বড়ুয়া চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ককসবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
রামু থানার ওসি আজমিরুজ্জামান জানান, নিহত বাদশা চোর এলাকার চিহ্নিত চোর গডফাদার। তার বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি তদন্ত অরুপ বড়ুয়া।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-