মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া •
উৎসব মুখর পরিবেশে চলছে বহুল প্রতিক্ষার উখিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন।
শনিবার সকাল ৯টা থেকে প্রেসক্লাব চত্বরে এ ভোটগ্রহণ শুরু হয়। এইসময় উপজেলা নির্বাহী কমকর্তা নিজামুদ্দিন আহমেদ প্রেসক্লাবের ভোট কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আমাদের সবার কাম্য। ভোটের জয় পরাজয় রয়েছে। আমরা সবাই মিলেমিশে উখিয়া উপজেলার উন্নয়নে কাজ করবো।
এছাড়া পরিদর্শন করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আহমেদ সঞ্জুর মোরশেদ
দ্বি-বার্ষিক নির্বাচনে চুড়ান্ত প্রার্থী হিসেবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী রফিক উদ্দিন বাবুল, সরওয়ার আলম শাহীন, এস এম আনোয়ার হোসেন, এডভোকেট আব্দুর রহিম, রফিকুল ইসলাম।
সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী সাইফুর রহিম শাহীন, দীপন বিশ্বাস, হুমায়ুন কবির জুশান।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী কমরুদ্দিন মুকুল, রতন কান্তি দে, এএইচ সেলিম উল্লাহ।
যুগ্ন সাধারণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন প্রার্থী আমানুল হক বাবুল, জসিম উদ্দিন চৌধুরী।
অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন প্রার্থী আমিনুল হক আমিন, সোলতান মাহমুদ চৌধুরী। দপ্তর ও ক্রীড়া সম্পাদক প্রতিদ্বন্দ্বিতা করছেন পদে ২ জন প্রার্থী যথাক্রমে মাহমুদুল হক বাবুল, শ.ম. গফুর।
কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন ফারুক আহমদ, গফুর মিয়া চৌধুরী, মুহাম্মদ হানিফ আজাদ, নুর মোহাম্মদ শিকদার ও ওবাইদুল হক চৌধুরী করবেন।
এছাড়া নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম মোতায়েন করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-