কোতোয়ালিতে ইয়াবাসহ কক্সবাজারের তিন যুবক আটক

চট্টগ্রাম •


কোতোয়ালিতে ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার ( ২ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গী বাজার, স্টেশন রোড ও লয়েল রোড এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ হাজার চারশত পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করা হয়েছে।

এরমধ্যে ফিরিঙ্গী বাজার এলাকা হতে দুই হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের পাহাড়তলীর মৃত মকবুল আহমেদের ছেলে মো. ইসমাইলকে (২০) আটক করা হয়। অন্যদিকে স্টেশন রোডস্থ নিজাম হোটেলের সামনে থেকে একহাজার নয়শত পঞ্চাশ পিস ইয়াবাসহ টেকনাফের হোয়াইক্যং উত্তর পাড়ার হাসান আলীর ছেলে মো. আহমদ (২১) কে আটক করা হয়। এছাড়া লয়েল রোডস্থ হকার্স মার্কেটের সামনে থেকে এক হাজার চারশত পঞ্চাশ পিস ইয়াবাসহ টেকনাফের হ্নীলা মৃত কালামিয়ার ছেলে মো. সাইফুল (২০)কে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান ।

আরও খবর