নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের রফিকুল হুদা (৩৮) কে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উখিয়া থানার উপ পরিদর্শক শাহ জালাল ও ইনানী পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায় তার বিরুদ্ধে প্রতারণা, ভূমিদস্যু হিসেবে কোর্টে ও থানায় একাধিক মামলা রয়েছে। তিনি পুলিশের খাতায় পলাতক হিসেবে মোস্ট ওয়ান্টেড।
এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার অফিসার(ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কোর্টে প্রেরণ করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-