গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
মিয়ানমার থেকে আসা মাদক পাচারে ব্যবহার হওয়া একটি ফিশিং ট্রলার তল্লাশী করে বস্তাবর্তী ২লাখ ৮০ হাজার ইয়াবার চালানসহ ৭ মিয়ানমার নাগরিক আটক করেছে টেকনাফ কোস্টগার্ড। এসময় ইয়াবা পাচারে বব্যবহার হওয়া ট্রলারটিও জব্দ করেছে কোস্টগার্ড।
সূত্রে জানা যায়, ২ ডিসেম্বর (বুধবার) দিবাগত গভীর রাত ১টার দিকে টেকনাফ সাবরাং উপকুল সীমান্তবর্তী বঙ্গোপসাগর থেকে ইয়াবার এই বৃহৎ চালানসহ তাদেরকে আটক করতে সক্ষম হয়।
সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড চট্রগ্রাম পুর্বজোনের মিডিয়া কর্মকর্তা লে.কমান্ডার এম হায়াৎ ইবনে ছিদ্দিক জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী টেকনাফে দায়িত্বরত কর্মকর্তা লে.কমান্ডার আমিরুল ইসলাম বলেন,মিয়ানমার থেকে সাগরপথে পাচার হয়ে আসা ইয়াবার একটি বড় চালান কক্সবাজারের দিকে যাচ্ছে।
সেই তথ্য অনুযায়ী কোস্টগার্ড সদস্যদের একটি দল সাবরাং কাটাবনিয়া সংলগ্ন সাগরে অভিযাব পরিচালনা করে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদক পাচারে জড়িত সাত মিয়ানমার নাগরিককে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, ইয়াবাসহ আটক ৭ বৈদেশী নাগরিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।####
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-