ইমরান আল মাহমুদ,উখিয়া •
শীত মৌসুমকে সামনে রেখে উখিয়ায় ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে পান। ফলে সন্তোষ প্রকাশ করছে পান ব্যবসায়ীরা। প্রতিবছর শীত মৌসুম আসার সাথে সাথেই বেড়ে যায় পানের দাম। এই দামবৃদ্ধি থাকে শীত মৌসুম শেষ না হওয়া পর্যন্ত।
ফলে চড়া দামে বিক্রি হচ্ছে পান। যার ফলে ব্যবসায়ীরা সন্তুষ্টি প্রকাশ করছেন। উখিয়ার বিভিন্ন স্টেশনের পানবাজার ঘুরে দেখা যায়, পান বিক্রি হচ্ছে চড়া দামে।
তবে দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে কয়েকজন পান ব্যবসায়ী জানান,শীত মৌসুম আসলে পানের দাম একটু বেড়ে যায়। পানের বরজ থেকে পান উত্তোলন করা যায় খুবই কম পরিমাণ। যার ফলে দাম বেড়ে যায় বলে জানান তারা।
উখিয়া উপজেলার মরিচ্যা,উখিয়া সদরের পানবাজার ঘুরে দেখা যায়, পান ক্রয়-বিক্রয় নিয়ে ব্যস্ত পানের বরজ মালিকরা। ন্যায্য মূল্য পাওয়ায় পান চাষিদের মাঝে প্রফুল্লতা দেখা যায়।
তবে এ দাম বৃদ্ধিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। পান চাষি ফেরদৌস ও ফরহাদ জানান, অনেক সময় পানের দাম হ্রাস পেয়ে লোকসানের মুখে পড়তে হয়। বর্তমানে পানের ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে বলে জানান তারা। উখিয়া উপজেলা সহকারী কৃষি কর্মকর্তার ফোনে যোগাযোগ করা হলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।
বিভিন্ন সময় বিভিন্ন কারণে হঠাৎ পানের দাম কমে যায়। অনেকসময় লোকসান গুনতে হয় ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা আরো জানান,বর্তমান পানের দামে ক্রেতা-বিক্রেতা সবাই খুশি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-