নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার কারাগারে এক কয়েদি আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যায় মোঃ মোস্তফা নামের ঐ কয়েদি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তার বাড়ি কক্সবাজার সদরে। কক্সবাজার জেলা কারাগারের সুপার নেছার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজার সদর হাসপাতাল সূত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যায় মোঃ মোস্তফা (২৫) নামের এক কয়েদিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালের আনার আগেই সে মারাযায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কক্সবাজার জেলা কারাগারের সুপার নেছার আহমেদ জানান, কয়েদি মোস্তফা একটি মারামারি মামলার আসামী। রবিবার আদালত তার ১ দিনের রিমান্ড মন্জুর করে। আজ সোমবার সন্ধ্যায় কারাগারের ভেতরে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-