টেকনাফে ডাকাতের গুলিতে ডাকাত নিহত!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফে গহীন পাহাড়ে লুকিয়ে ডাকাত দলের সন্ত্রাসী কর্মকান্ডের অপতৎপরতা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে!
সেই সুত্র ধরে পাহাড় থেকে নেমে আসা স্বশস্ত্র রোহিঙ্গা ডাকাত দলের এলোপাতাড়ি গুলিতে তাদের নিজ দলের এক ডাকাত সদস্য নিহত হয়েছে।

তথ্য নিয়ে জানা যায়, ৩০ নভেম্বর (সোমবার) দিবাগত গভীর রাতে টেকনাফের জাদিমোরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড় হতে ১০/১৫ জনের একটি স্বশস্ত্র ডাকাত দল নেমে এসে ক্যাম্পে বসবাসরত মোহাম্মদ হোছন’র পুত্র নুরু সালাম (২২) কে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় হৈ ছৈ শুরু হয়।

এসময় স্বশস্ত্র ডাকাত দলের সদস্যরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। ডাকাত দলের ছোঁড়া গুলিতে তাদের নিজ গ্রুপের সদস্য হাসান নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এরপর ডাকাত দল রোহিঙ্গা নুরু সালামকে অপহরণ করে পাহাড়ে নিয়ে তার স্ত্রীর সাথে ফোনে যোগাযোগ করে গুলিবিদ্ধ লাশ ফেরত দিলে অপহৃতকে মুক্তি দেওয়ার আশ্বাস দেয়।

এদিকে রোহিঙ্গা ডাকাত দলের গোলাগুলির খবর শুনে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি শান্ত হলে চলে যায় বলে জানায় স্থানীয়রা।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম বলেন, রোহিঙ্গা ডাকাত দলের গুলিতে এক ডাকাত সদস্য নিহতের বিষয়টি শুনে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

কিন্তু এখনো পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে মারা কোন লাশের সন্ধান মিলেনি।

এদিকে অপহরন হওয়া রোহিঙ্গা নুরু সালামের স্ত্রী সাজেদা বেগম জানান,ডাকাত দল ফোনে তাকে জানিয়েছে মৃত ডাকাতের লাশ নিয়ে পাহাড়ে গিয়ে দিয়ে আসলে তার স্বামীকে ফেরত দেওয়া হবে। আমি একা মানুষ লাশ নিয়ে পাহাড়ে যেতে পারব না এবং তোমাদের লাশ তোমরা নিয়ে যাও কেউ কিছু করবেনা বললে ভোর আজানের পূর্বে আবারো ২০/২৫ জনের স্বশস্ত্র ডাকাত দল এসে লাশটি নিয়ে যায়। তবে আমার স্বামীকে তারা এখনো ফেরত দেয়নি।

রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন স্থানীয় জনগনের দাবী দূধর্ষ রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপ এবং অন্য গ্রুপের সদস্যরা প্রায় সময় পাহাড় থেকে নেমে এসে মাদকের চালান খালাস ও ক্যাম্পে বসাবাসরত আর্থিক স্বচ্ছল লোকদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে পাহাড়ি এলাকা সংলগ্ন টেকনাফে গড়ে উঠা রোহিঙ্গা ক্যাম্প গুলোকে এক প্রকার জিম্মি করে রাম-রাজত্ব কায়েম করে নানামুখি অপরাধ কর্মকান্ড অব্যাহত রেখেছে।###

আরও খবর