ইয়াবাসহ রোহিঙ্গা নেতা আটক

উখিয়া প্রতিনিধি •

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে থানা পুলিশ অভিযান চালিয়ে রোহিঙ্গা নেতাকে দুই হাজার পিস ইয়াবাসহ আটক করেছে।

পুলিশ সূত্রে যানা যায়, রবিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে বালুখালী ক্যাম্পে শেষ অভিযান চালিয়ে বালুখালী ক্যাম্প থেকে তাকে আটক করা হয়েছে।

আটক রোহিঙ্গা নেতা নুর মোহাম্মদ বালুখালী ক্যাম্পের (-৯-১, ব্লক- এইচ/৪, এমআরসি নম্বর- ১০৪০৬৬) লোকমান হাকিমের ছেলে।

উখিয়া থানার ওসি আহম্মদ সনজুর মোরশেদ জানান, পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে বালুখালী ক্যাম্পে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা নেতাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও খবর