চট্টগ্রাম • বাঁশখালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে।
আজ রবিবার (২৯ নভেম্বর) দুপুরে অভিযানে বাঁশখালী থানার এসআই(নিরস্ত্র) প্রদীপ চক্রবর্তী ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী পুঁইছড়ি ইউপিস্থ বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কে দুপুরে ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ কক্সবাজারের টেকনাফের উত্তর লেদার মৃত জাফর আহমদের স্ত্রী রাবেয়া খাতুন(৩০), কক্সবাজারের পেকুয়ার লোকমান হাকিমের স্ত্রী মায়মুনা আক্তারকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে জানা যায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, “বিশেষ অভিযানে ২ হাজার ৫শ’ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ আদালতে প্রেরণ করা হবে।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-