টেকনাফে বসত-বাড়ি থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার: দুইজনকে পলাতক আসামী করে মামলা

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফ ২ বিজিবি সৈনিকরা মিয়ানমার থেকে অবৈধ পথে নিয়ে আসা স্বর্ণ-পাচারে জড়িত এক চোরাকারবারীর বসত-বাড়িতে তল্লাশী অভিযান পরিচালনা করে ৮৫ভরি ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়।
তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিকসহ দুই ব্যাক্তি কৌশলে পালিয়ে যায়।

২৯ নভেম্বর বিজিবির পাঠানো তথ্য সূত্রে জানা যায়,
গোপন সংবাদের মাধ্যমে বিজিবি জানতে পারে চোরাকারবারী বাবুল’র বাড়িতে মিয়ানমার থেকে অবৈধ পথে নিয়ে আসা স্বর্ণের বার ক্রয়-বিক্রয় হচ্ছে।
সেই তথ্য অনুযায়ী,গত ২৮ নভেম্বর (শনিবার) দুপুর ১টার দিকে টেকনাফ ২ বিজিবির আওতাদ্বীন হোয়াইক্যং বিওপিতে কর্মরত কোম্পানী কমান্ডার মোঃ বজলুর রহমানের নেতৃত্বে একটি টহল দল অভিযানে গেলে অপরাধীর কৌশলে পালিয়ে যায়।
এরপর বিজিবি সৈনিকরা উক্ত বাড়ি তল্লাশী করে ৬টি স্বর্ণের বার, ১টি মোটর সাইকেল,৯৫০ মিয়ানমার মুদ্রা উদ্ধার করা হয়।

সত্যতা নিশ্চিত টেকনাফ ২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, কাগজপত্র বিহীন উদ্ধারকৃত অবৈধ স্বর্ণ গুলোর সাথে জড়িত অভিযান চলাকালিন সময়ে পালিয়ে যাওয়া মৃত মোঃ হাকিমের পুত্র মোঃবাবুল (৪০), মৃত পেটান আলীর পুত্র মোঃ জাফর (৩৫) কে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় প্রেরন করা হয়েছে।###

আরও খবর