নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার সদরের ভারুয়াখালীতে চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় জালাল আহমদ খোকন নামে একব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। খোকন ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। একই সাথে খোকনের মা, রোকেয়া বেগম গুরুতর আহত হয়েছে।
২৮ নভেম্বর রাত দেড়টার দিকে ভারুয়াখালী ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় এঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের ভর্তি দেন। বর্তমানে খোকনের মা রোকেয়া বেগম সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও জালাল আহমদ খোকনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।
আহত খোকনের পিতা রশিদ আহমদ বলেন, জায়গা জমির জের ধরে ২৮ নভেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে একই ইউনিয়নের সাবেক পাড়া এলাকার রমজান আলী ছেলে সন্ত্রাসী মো. কামালের নেতৃত্বে তার ভাই শওকত আলী, নেজামত আলী, ওই এলাকার মৃত হোসেন আলীর ছেলে হায়রদ্দীন, মো. নাদুর ছেলে মো. জাহেদ, মো. জাবেদসহ অজ্ঞাতনামা ভাড়াটিয়া ৫/৬ জন চিহ্নিত সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিয়ে প্রজেক্টে আমার ছেলে খোকনকে এলোপাতাড়ি মারধরসহ গুলি করে। প্রজেক্টের দিকে গুলির শব্দ শুনে বাড়ি থেকে আমার স্ত্রী বাহির হয়ে প্রজেক্টের দিকে যাচ্ছিল পথের মধ্যেই আমার স্ত্রী রোকেয়া বেগমকে বেদড়ক মারধর করে ওই সন্ত্রাসীরা। এখন তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং খোকনের অবস্থা আশংকাজনক তাই ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করেছে। হামলার সময় প্রজেক্টে থাকা নগদ এক লাখ বিশ হাজার টাকাসহ দুইটি এন্ড্রয়েড মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে ওই সন্ত্রাসীরা ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-