চট্টগ্রাম •
ইয়াবা পাচারকালে এক রোহিঙ্গা নাগরিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২৭ নভেম্বর) নগরীর কোতোয়ালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় দু’জনের কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নুনিয়ারছড়ার জমির মাঝির ছেলে মো. দেলোয়ার হোসেন (২৯) ও কক্সবাজারের কুতপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের মৃত সিরাজের ছেলে রোহিঙ্গা নাগরিক মো. আইয়ুব (২০)।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক মো. হুমায়ুন কবির বলেন, ‘ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর স্টেশন রোড এলাকা থেকে দেলোয়ার হোসেনকে আড়াই হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া অপর অভিযানে ফিরিঙ্গি বাজার থেকে আড়াই হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় রোহিঙ্গা নাগরিক আইয়ুবকে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে’।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-