ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিজাদে এক সন্ত্রাসী হামলা নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানী তেহরানের কাছে সন্ত্রাসী হামলায় নিহত হন তিনি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র খবরটি নিশ্চিত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে মন্তব্য করেছেন।
ইরানের বার্তা সংস্থাগুলো বলছে, সন্ত্রাসীরা প্রথমে তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে এবং তারপর তাকে গুলি করে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনী সংস্থার প্রধান মোহসিন ফখিরাজাদেকে নিয়ে যে গাড়িটি যাচ্ছিল সশস্ত্র সন্ত্রাসীরা সেই গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায়। তার দেহরক্ষী ও সন্ত্রাসীদের মধ্যে এরপর সংঘর্ষ হয়। এতে ফখিরাজাদে গুরুতরভাবে আহত হন এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসারা বাঁচানোর সবরকম চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো তাকে ইরানের গোপন পরমাণু কর্মসূচির পেছনে প্রধান বলে মনে করত। কূটনীতিকরা তাকে ‘ইরানে বোমার জনক’ বলে অ্যাখ্যা দেন।
ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে বলে নতুন করে উদ্বেগ বেড়েছে। এরই মধ্যে এই হত্যার ঘটনা ঘটল।
যদি ইরান সবসময় বলে আসছে তারা শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যই একমাত্র তাদের পরমাণু কর্মসূচি ব্যবহার করে।
সূত্র:বিবিসি
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-