বার্তা পরিবেশক •
উখিয়ায় হলদিয়া পালং ইউনিয়নের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবার, বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক এবং উক্ত ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও পাচঁ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান বাদশাহ মিয়া চৌধুরীর ভাইপো ও মরহুম সালেহ আহমদ চৌধুরীর সন্তান গিয়াস উদ্দিন চৌধুরীকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে পরিবারিক বৈঠক ও মতবিনময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে হলদিয়া পালং পাতাবাড়ী বাজার সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পারিবারিক বৈঠক ও মতবিনিময় সভায় স্থানীয় ইউপি সদস্য ফজল করিম সিকদারের সভাপতিত্বে গিয়াস উদ্দিন চৌধুরীকে একক প্রার্থী হিসেবে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন চৌধুরী পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বাদশাহ মিয়া চৌধুরীর সন্তান মাহাবুবুল আলম চৌধুরী, উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কলেজের অধ্যাপক হেলাল উদ্দিন চৌধুরী, উখিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক ফরিদুল আলম চৌধুরী, বদিউল আলম চৌধুরি, মাষ্টার আবুল আজম চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য সরওয়ার আলম বাদশাহ, মহিলা ইউপি সদস্য জয়নাব বেগম লিপি সহ চৌধুরী পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তব্যে আসন্ন হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গিয়াস উদ্দিন চৌধুরীকে পরিবারের সকল সদস্যদের মতানুসারে ঐক্যবদ্ধ হয়ে একক প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য সম্মতি প্রকাশ করেছেন।
এসময় চেয়ারম্যান পদে একক পদপ্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী তার বক্তব্যে চৌধুরী পরিবারের ঐতিহ্য, একতা ও দীর্ঘ দুইযুগের বেশি সময় ধরে চেয়ারম্যান প্রতিনিধিত্বকে পুণরায় ফিরিয়ে আনতে গোটা চৌধুরী পরিবারের সকলকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয়ে সর্বস্তরের জনসাধারণের সমর্থন কামনা করেছেন তিনি।
এসময় হলদিয়া পালং ইউনিয়নের স্থানীয় জনগণ ও প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-