উখিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপদ ব্যবহার ও গুজব প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি •

কক্সবাজারের উখিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপদ ব্যবহার, মিথ্যা তথ্য বা গুজব প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা হেলপ কক্সবাজার।

২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চত্বরে হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম এর সভাপতিত্বে যুব সমাজ, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের মাঝে সচেতনতামূলক এই ক্যাম্পেইন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাহ উদ্দিন। এ সময় তিনি বলেন, ফেইসবুক হচ্ছে ডিজিটাল কোকেন। বর্তমান প্রেক্ষাপটে ফেসবুক যেহেতু বন্ধ রাখার সুযোগ নেই তাই অতিব সতর্কতার সাথে এসব ব্যবহার করতে হতে হবে। তিনি, ধর্মীয় উগ্রতা ও উসকানিমূলক, নগ্ন কিংবা অপ্রয়োজনীয় কোন ছবি পোস্ট না করারও অনুরোধ জানান।

সভাপতির বক্তব্যে হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম বলেন, হেলপ কক্সবাজার দীর্ঘ ২০ বছর ধরে উখিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। আমরা বিশ্বাস করি যুব সমাজ, স্থানীয় সামাজিক সংগঠনগুলোই পারে সমাজের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন আমাদের জীবনকে সহজ করে তুলেছে ঠিক তেমনি এর অপব্যবহার সমাজে নিয়ে আসছে নানান ব্যধি। ফেইসবুকের নিরাপদ ব্যবহার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। গুজব, ভূয়া তথ্য ছড়ানো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে।

এইছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল আমিন চৌধুরী, ব্র্যাক প্রতিনিধি মো: সাইফ উদ্দিন, সংরক্ষিত ইউপি সদস্য আনোয়ারা বেগম, শিক্ষক মো: হেলাল উদ্দিন, উখিয়া অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া।

ক্যাম্পেইন পরিচালনায় ছিলেন, হেলপ কক্সবাজারের ক্যাপাসিটি বিল্ডিং ম্যানেজার জুনায়েদ চৌধুরী, অপারেশন অফিসার মো: ইউছুপ, প্রকল্প কর্মকর্তা জিল্লুর রহমান, লিগ্যাল এইড অফিসার আশরাফুল হক চৌধুরী, এইচ আর মাহমুদুল হাসান তারেক, মাঠকর্মী মাখিন রাখাইন। পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন হাসিমুখ ফাউন্ডেশনের জুনায়েদ ইবনে আহমেদ।

উক্ত সচেতনতামূলক ক্যাম্পেইনে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপদ ব্যবহার, মিথ্যা তথ্য বা গুজব প্রতিরোধ, সাইবার অপরাধ, ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিষয়ে সচেতন করা হয় এবং সচেতনতাসৃষ্টিতে অংশগ্রহণকারীদের মধ্যে টিশার্ট বিতরণ করা হয়।

আরও খবর