চানাচুরের প্যাকেটে ইয়াবা, কক্সবাজারের একে খানের স্ত্রী আটক

চট্টগ্রাম • অভিনব কৌশলে চানাচুরের প্যাকেটের ভেতর ইয়াবা ঢুকিয়ে পাচারের সময় শারমিন আকতার নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার হাদিফকিরহাট এলাকা থেকে ৭০৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শারমিন কক্সবাজারের চকরিয়ার একে খানের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার এসআই রাজিব পোদ্দার বলেন, আজ বিকেলে হাদিফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে শারমিন আকতার নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা চানাচুরের প্যাকেটে পাওয়া যায় ৭০৫টি ইয়াবা। ওই নারীর বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর