গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
সারাদেশে ছড়িয়ে পড়ছে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মরননেশা ইয়াবা।
এদিকে এই মরননেশা ইয়াবা পাচার প্রতিরোধ করার জন্য দিন-রাত অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে দায়িত্বরত সদস্যরা।
সেই সূত্রে ধরে গোপন সংবাদের তথ্য অনুযায়ী,
বৈধ ব্যবসার আড়ালে ইয়াবা পাচার করার সময় মাদকদ্রব্য সদস্যদের হাতে ধরা পড়েছে সিরাজ নামে কথিত এক সুপারী ব্যবসায়ী।
এসময় তার স্বীকারোক্তী অনুযায়ী একটি সুপারীর বস্তা তল্লাশী করে তার ভিতর থেকে ৯,৬০০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
২৫ নভেম্বর (বুধবার) সকাল ১১টার দিকে অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মাদকদ্রব্য অফিসের দায়িত্বরত কর্মকর্তা সহকারী পরিচালক সিরাজুল মুস্তফা (মুকুল) জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বৈধ সুপারি ব্যবসার আড়ালে ইয়াবার পাচার হচ্ছে,উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, মাদকদ্রব্য অধিদপ্তরের চৌকষ পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান’র নেতৃত্ব মাদক অফিসের একটি দল গত ২৪ নভেম্বর (মঙ্গলবার) রাত সাড়ে ৭টার দিকে টেকনাফ বাহারছড়া ইউনিয়ন হাজমপাড়া এলাকা সংলগ্ন মেরিন ড্রাইভ সড়ক থেকে সুপারিবর্তী একটি গাড়ী তল্লাশী করে একটি সুপারির বস্তায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯হাজার ৬শ পিচ ইয়াবা উদ্ধার করা হয় এবং এই ইয়াবা গুলোর সাথে জড়িত মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম(৫২) কে আটক করতে সক্ষম হয়।
সে বাহারছড়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড নোয়াখালী বড় ডেইল এলাকার মৃত ফজল আহাম্মদ’র পুত্র। তিনি আরো জানান, আটক ইয়াবা ব্যবসায়ীর সীকারোক্তি অনুযায়ী উদ্ধারকৃত ইয়াবা সাথে জড়িত মুলহোতা আটক আসামীর সহযোগী একই এলাকার কবির আহাম্মদ’র পুত্র মোঃ ছলিম উল্লাহ প্রকাশ সেলিম (৪৩)কে পলাতক আসামী করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-