চট্টগ্রাম •
৩২ বছর বয়সের মোহাম্মদ হামিদ, জন্ম থেকেই তার পা দুটি অচল। চলাফেরা করতে হয় ক্রাচে ভর দিয়েই। আর পঙ্গুত্বের কারণে পেশা হিসেবে বেছে নেন ভিক্ষাবৃত্তিকে। কিন্তু গত সাত বছর ভিক্ষাবৃত্তির আড়ালে তিনি চালিয়ে যাচ্ছেন ইয়াবা ব্যবসা। পুলিশের হাতে আটক হলেন দুই হাজার পিস ইয়াবাসহ। হামিদ কক্সবাজারের টেকনাফ উপজেলার মৃত আলী জোহরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, রোববার দিবাগত রাতে কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকা থেকে তাকে দুই হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। ওই দুই হাজার পিস ইয়াবা হামিদ ঢাকা পৌঁছে দেয়ার কথা ছিল।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদ পুলিশকে জানিয়েছে গত সাত বছর টেকনাফ থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন জায়গায় নির্বিঘ্নে পৌঁছে দিয়েছে। পঙ্গু হওয়ায় কেউ কখনো তাকে সন্দেহ করেনি। যাত্রীবাহী গাড়িতে যখন উঠতো বরং অন্যরা তাকে নগদ অর্থ সহযোগিতা করত।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে তাকে আদালতে সোপর্দ করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-