উখিয়া প্রেসক্লাবের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

প্রেস বিজ্ঞপ্তি •

আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য উখিয়া প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচন উপলক্ষ্যে গঠিত
নির্বাচন কমিশনের উদ্যোগে প্রথম জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর বিকেল ৩ টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল আমিন সিদ্দিক।এতে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সদস্য মৌঃ নুরুল হক ও সদস্য নুরুল হক খান,প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন,সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, সহসভাপতি আমানুল হক বাবুল,সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল,সাবেক সভাপতি এড.আবদুর রহিম,সাবেক সভাপতি রফিকুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ,সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুশান,সাবেক সাধারণ সম্পাদক রতন দে,সদস্য সাইফুর রহিম শাহীন,জসিম উদ্দিন চৌধুরী, এস.এম আনোয়ার,এএইচ সেলিম উল্লাহ,দীপন বিশ্বাস, শ.ম.গফুর,শহীদ রুবেল,আবদুল্লাহ আল আজিজ, ইব্রাহিম মোস্তফা ও এম.ফেরদৌসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।সভায় নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুলের জেঠাতো ভাই,সাবেক মেম্বার শেখ হাবিবুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব এনে শোক প্রকাশ করা হয়।

আরও খবর