কক্সবাজারে ঘটছে খুনের ঘটনা: ফের ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

নিহত ব্যক্তি বগুড়ার আদমদীঘি এলাকার তবিবুর রহমানের ছেলে।

রবিবার (২২ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে। চাকরি সূত্রে পরিবার নিয়ে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প চৌধুরীপাড়ার বসবাস করতেন তিনি।

জানা যায়, প্রতিদিনের মতো রবিবার রাতে অফিস শেষে বাসায় ফেরার পথে বাসটার্মিনাল এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। ওই সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে গতিরোধ করে ছুরিকাঘাত করে আনোয়ারকে খুন করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আসামিদের গ্রেপ্তারের পুলিশের অভিযান চলছে।

আরও খবর