টেকনাফের ইয়াবা কারবারিদের দৌরাত্ম থেমে নেই: আরও দুইজন আটক

জাহেদ হাসান •

কক্সবাজার সদরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলার ২ মাদক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।

শনিবার (২১ নভেম্বর)সকাল আনুমানিক ১১ টার দিকে
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডলের সার্বিক নির্দেশনায় ও পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে সদর মডেল থানাধীন প্রধান সড়কস্থ বিলকিছ মার্কেটের সামনে অভিযান ৫ শত পিস ইয়াবাসহ ওই পাচারকারীকে আটক করা হয়।

আটক হামিদ হোছন (২৩)পিতা- আলী হোছন, সাং- দক্ষিণ হ্নীলা,৮ নং ওয়ার্ড – টেকনাফ।

অন্যদিকে দিনব্যাপী পৃথক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে সদরের কক্সবাজার সরকারী কলেজ গেইট এর সামনে টেকনাফ থেকে কক্সবাজার অভিমুখী যাত্রীবাহী মিনিবাস ( জ ১১ – ০২০২)এর যাত্রীর কাছ থেকে ৫ শত উদ্ধার সহ ওই মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটক নুরুল হোছন (৪৩)পিতা- আবদুল জব্বার, সাং- দক্ষিণ হ্নীলা,৬ নং ওয়ার্ড,টেকনাফ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান,উক্ত ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় পৃথক ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর