হলদিয়াপালং ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে নতুন মুখ আলহাজ্ব আবু ছিদ্দিক

নিজস্ব প্রতিবেদক •

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন বাকী আছে আরও কয়েক মাস। এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি নির্বাচন কার্যক্রম। তবে সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছে।

জেলার ৭১টি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠ চষে বেড়াচ্ছেন। তবে তৎপরতা বেশি আওয়ামীলীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের। ভোটাররা এখনই আলোচনা শুরু করেছেন।

তারই ধারাবাহিকতায় উখিয়া উপজেলার ৩নং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার ভোটারদের কাছে এবার নতুন একটি মুখ জনপ্রিয় হয়ে উঠেছে কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির পরপর তিনবার নির্বাচিত সভাপতি আলহাজ্ব আবু ছিদ্দিক সওদাগর।

তিনি হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ মনির মার্কেটের ঐতিহ্যবাহী পরিবার দক্ষিণ চট্টগ্রামের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মরহুম হাজী রশিদ আহমদ (প্রকাশ রশিদ ডিলার) এর সুযোগ্য সন্তান।

তিনি ছোটবেলা থেকে প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত থেকে এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, হত-দরিদ্র জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে সকলের প্রাণ ছুঁয়েছেন ।

এরই মধ্যে নির্বাচন নিয়ে হলদিয়াপালং এর প্রত্যন্ত অঞ্চলে চা দোকান থেকে শুরু করে প্রতিটি অলি-গলিতে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। শুরু হয়েছে সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ। এলাকায় এলাকায় দৌড়ঝাঁপ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ছবিসহ ‘দোয়া প্রার্থী’ লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলছে জোরেশোরে।

এলাকাবাসীরা বলেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবু ছিদ্দিক সওদাগর একজন সাহসী নেতা ও প্রতিবাদী এবং পরোপকারী। তারমতো মিষ্টভাষী, সৎ ও ন্যায় পরায়ণ একজন ব্যক্তিকে হলদিয়াপালং ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে বড় প্রয়োজন।

এলাকাবাসী আরো বলেন, তিনি কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সভাপতি হিসেবে অত্যন্ত সুনাম কুড়িয়েছেন। জেলাব্যাপী তার সুখ্যাতি রয়েছে। আলহাজ্ব আবু ছিদ্দিক সওদাগরকে যোগ্য ও নির্লোভ একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনে করেন।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা নতুন চেয়ারম্যান প্রদপ্রার্থী হিসাবে আলহাজ্ব আবু ছিদ্দিক সওদাগরকে দেখতে চাই এবং ভোট দিয়ে জয়ের মালা পরাবে বলে জানান।

এক প্রতিক্রিয়ায় আবু ছিদ্দিক সওদাগর বলেন, বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে জনপ্রতিনিধি না হয়েও এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে অত্যন্ত গোপনে কর্মহীন ও অসহায়দের সাথে ছিলাম, আগামীতে এলাকার অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আগামী নির্বাচনে এই হলদিয়াপালং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হবেন বলে মত প্রকাশ করেন।

এ সময় তিনি আরো বলেন, উখিয়ার ব্যাস্ততম স্টেশন কোটবাজার এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার কাজ আমি করে গেছি এবং পাশাপাশি হলদিয়াপালং ইউনিয়নে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে লড়ে গেছি এবং আমি “ক্রীড়া মুখি তরুণ চায়”মাদক মুক্ত সমাজ চায়”আমি যুবকদের উন্নয়নে কাজ করতে চায় এবং এলাকায় আগামীতে ন্যায়বিচার প্রতিষ্ঠা, এলাকার মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নায়নে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন ।

আরও খবর