ছাত্রদল নেতা মঈনুল করিম রিফাত চিরনিদ্রায় শায়িত

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সরকারী কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক মঈনুল করিম রিফাত (২৩) এর নামাজে জানাজা শেষে কক্সবাজার শহরের রুমালিয়ার ছরা বড় কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

শুক্রবার ২০ নভেম্বর জুমা’র নামাজের পর কক্সবাজার শহরের হাসেমিয়া কামিল মাদ্রাসা মাঠে মঈনুল করিম রিফাত এর বিশাল নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। হাটহাজারী মঈনুল ইসলাম মাদ্রাসা (বড় মাদ্রাসা) পরিচালিত নুরানী বোর্ডের পরিদর্শক ও পরিচালক, মরহুমের নিকটাত্মীয় মাওলানা খলিলুর গাফফার জানাজার নামাজে ইমামতি করেন। জানাজার পূর্বে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা ছাত্রদলের সভাপতি (ভা:) সাইফুর রহমান নয়ন, সাধারণ সম্পাদক (ভা:) মিজানুল আলম মিজান, কক্সবাজার শহর ছাত্রদলের সভাপতি এনামুল হক এনাম, মরহুমের পরিবারের পক্ষে তার ছোট ভাই রিদুয়ানুল করিম মরহুমের জীবনের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বিশাল নামাজে জানাজায় মঈনুল করিম রিফাত এর রাজনৈতিক সহকর্মী, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিবর্গ, তার দীর্ঘ শিক্ষাজীবনের শিক্ষক, সহপাঠী, প্রতিবেশী, কর্মস্থলের সহকর্মী সহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। জানাজা শেষে শহরের রুমালিয়ার ছরা বড় কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ১৮ নভেম্বর রাত সাড়ে ৯ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে মঈনুল করিম রিফাত ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। একইদিন রাত সাড়ে ৮ টার দিকে মঈনুল করিম রিফাত হোটেল মোটেল জোনে একটি এনজিও অফিসে কর্মরত থাকাবস্থায় হঠাৎ অসুস্থবোধ করলে তাকে তৎক্ষণাৎ কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবাইকে শোকের সাগরে ভাসিয়ে তিনি না ফেরার দেশে চলে যান।

মঈনুল করিম রিফাত কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলীর বোয়ালখালী গ্রামের বাসিন্দা, মধ্যপ্রাচ্য প্রবাসী হাজী ফরিদুল আলম ও আরেফা বেগমের পুত্র। তারা আগে কক্সবাজার শহরে দক্ষিণ রুমালিয়ার ছরায় বসবাস করতেন। বর্তমানে উত্তর তারাবনিয়ার ছরা উকিল পাড়ায় থাকেন। মঈনুল করিম রিফাত কক্সবাজার সরকারি কলেজে অর্থনীতি (সম্মান) শেষবর্ষের মেধাবী ছাত্র ছিলো। তিনি একটি এনজিও-তেও কর্মরত ছিলেন। মঈনুল করিম রিফাত কক্সবাজার শহর ছাত্রদলের আওতাধীন ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন।

আরও খবর