নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বনতলা এলাকায় আইন শৃঙ্খলা ও উন্নয়ন কর্মকান্ড নিয়ে এক বিশাল সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে একই ইউনিয়নের বনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ভূট্টোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান।
এসময় বক্তব্য রাখেন, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. খলিল, মোজাহের মিয়া, ফরিদুল আলম, আবছার কামাল, মহিলা মেম্বার মিন্নুর নাহার ও শাকিলা সুলতানা। সভায় আরো বক্তব্য রাখেন এস আই আজাদ, মিজানুর রহমান, ডাঃ মুফিজুর রহমান ও মিনহাজ সিকদার। উক্ত সভায় এলাকার শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসখানিক ধরে দক্ষিণ মিঠাছড়ির বিভিন্ন এলাকায় অপরাধ কর্মকান্ড বেড়েই চলছিলো। প্রতিদিনই কোন কোন এলাকায় ডাকাতি, চুরি, সন্ত্রাসী এবং মাদক ব্যবসাসহ নানান অপরাধ কর্মকান্ড হয়ে থাকতো। যার ফলে এলাকার মানুষ নানা আশংকায় থাকতো। হঠাৎ এভাবেই আইন-শৃংখলা অবনতি ঘটায় আজকের এই সভা অনুষ্ঠিত হয়েছিলো।
সভার শুরুতেই কোরআন তেলোওয়াত করেন হাফেজ জসিম উদ্দীন। সভা পরিচালনায় ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ রামু দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মিনহাজ সিকদার।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-