ইউএনবি •
মাদক মামলার বিচারে ট্রাইব্যুনাল গঠনের বিধান বাদ দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২০’ সংসদে পাস হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিলটি সংসদে পাসের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাস হয়।
‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন’২০১৮ অনুসারে মাদক মামলার বিচারে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল স্থাপনের বিধান ছিল। কিন্তু আইনটি সংশোধন হওয়ায় ট্রাইব্যুনাল গঠন না করেও মাদক মামলার বিচার করা যাবে, এতে করে মামলা জট হ্রাস পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-