কক্সবাজারে নারী মাদক কারবারি ইয়াবাসহ ধরা!

জাহেদ হাসান :


কক্সবাজার পৌরসভার উত্তর রুমালিয়ারছড়ায় অভিযান চালিয়ে ১ নারীকে ৬ হাজার ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।

বুধবার (১৮ নভেম্বর)রাত আনুমানিক ১০ টার দিকে
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডলের নেতৃত্বে সদর মডেল থানাধীন উত্তর রুমালিয়ার ছড়া ৫৯৪ হোল্ডিং নম্বরের বাড়িতে অভিযান পরিচালনা করে ৬ হাজার ইয়াবাসহ ওই নারীকে হাতেনাতে আটক করা হয়।

আসামী রুবি আক্তার (২৫)স্বামী – আবদুর রহমান, পিতা- মোহাম্মদ নুরুল আমিন, সাং- উত্তর রুমালিয়ারছড়া,৫ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

এবিষয়ে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান,আটক নারীর বাড়ির চারিদিকে সুউচ্চ সীমানা প্রাচীর বেষ্টিত ও সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত বাড়িটি দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসায় ব্যবহৃত হয়ে আসছিলো। রুবি আক্তারের স্বামী আবদুর রহমান মাদক মামলায় আটক হয়ে বর্তমানে ঢাকার একটি কারাগারে আছেন বলে প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায়। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকের বিরুদ্ধে পরিচালিত আমাদের এই অভিযান চলমান থাকবে

আরও খবর