মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার শহরের গোলদীঘির দক্ষিণ পাড় এলাকার ঘোনারপাড়া যাওয়ার কবরস্থান রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর মর্মান্তিকভাবে নিহত হয়েছে। নিহত কিশোর শহরের বৈদ্যঘোনার মৃত সোলতানের ছেলে মোহাম্মদ শাকিল (১৭)। মঙ্গলবার ১৭ অক্টোবর সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের গোলদীঘির দক্ষিণ পাড় এলাকার ঘোনারপাড়ার কবরস্থান রোডে সংকীর্ণ রাস্তায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় মোহাম্মদ শাকিল মটর সাইকেল সহ রাস্তার পাশে ড্রেনে পড়ে যায়। ড্রেনের স্লেপে তার মাথায় প্রচন্ড ধাক্কা লাগে।
পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ড্রেনের স্লাবে প্রচন্ড আঘাতের কারণে ঘটনাস্থলেই মোহাম্মদ শাকিলের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা ধারণা করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-