গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
সীমান্ত নগরী টেকনাফ উপজেলা ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা অনেক অর্থলোভী মুখোশধারী বৈধ ব্যবসার আড়ালে চালিয়ে যাচ্ছে ইয়াবা কারবার।
তাদের সাথে তাল মিলিয়ে মাদক পাচারে লিপ্ত রয়েছে অত্র উপজেলায় ভদ্রতার আড়ালে থাকা অসাধু ব্যবসায়ীরা।
এদিকে সেই সমস্ত বৈধ ব্যবসার আড়ালে লুকিয়ে থাকা অপরাধীদের ধরতে কক্সবাজার র্যাব-১৫ সদস্যরা চালিয়ে যাচ্ছে সাঁড়াশী অভিযান।
১৭ নভেম্বর সকালে র্যাবের পাঠানো তথ্য সূত্রে জানাযায়,
১৬ নভেম্বর (রবিবার) বিকাল সাড়ে ৫টার দিকে টেকনাফে কর্মরত র্যাব-১৫ সদস্যদের একটি দল মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে টেকনাফ সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বরইতলী বায়তুর রহমান জামে মসজিদ’র সামনে থেকে মোঃ শাহজাহান(৩৪) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
আটক অপরাধী হচ্ছে টেকনাফ সদর ইউনিয়ন ৬নং ওয়ার্ড গোদারবিল এলাকার আবুল হোসেন’র পুত্র।
এসময় তার দেহ তল্লাশী করে ৬ হাজার ইয়াবা উদ্ধার এবং মাদক পাচারে ব্যবহার হওয়া একটি মোটর সাইকেল জব্দ করেছে র্যাব।
এদিকে স্থানীয় জনগনের কাছ থেকে খবর নিয়ে জানাযায়, ইয়াবাসহ আটক শাহজাহান দীর্ঘ কয়েক বছর ধরে সুপারী ব্যবসায় জড়িত।
সে টেকনাফ থেকে সুপারী ক্রয় করে ট্রাকভর্তি করে ঢাকা,খুলনা,বগুরাসহ দেশের বেশ কয়েকটি এলাকায় চালান করে। অভিযানের সত্যতা নিশ্চিত করে ইয়াবাসহ আটক অপরাধীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।###
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-