টেকনাফে ইয়াবাসহ ৬ মাদক কারবারি আটক!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


সীমান্ত নগরী টেকনাফ উপজেলায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মরননেশা ইয়াবার আগ্রাসন বেড়েই চলছে! এদিকে ইয়াবা পাচার প্রতিরোধে দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে অত্র উপজেলায় বিভিন্ন সংস্থায় কর্মরত আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।

তারই ধারাবাহিকতায় ১৬ নভেম্বর(মঙ্গলবার) দিনে এবং রাতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা পৃথক তিনটি অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায় জড়িত ৬ জনকে আটক করতে সক্ষম হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এই অভিযান গুলোর সত্যতা নিশ্চিত করে দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ মাদকদ্রব্য অফিসের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা (মুকুল) জানান, মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান,উপ-পরিদর্শক নাছির উদ্দিনের নেতৃত্বে একটি দল ১৬ নভেম্বর বিকাল ৪টার দিকে টেকনাফ পাইলট স্কুল সংলগ্ন সৈয়দ স্টোর’র সামনে থেকে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করে।

আটক অপরাধীরা হচ্ছে, সাবরাং ইউনিয়ন ৮নং ওয়ার্ড শাহপরীরদ্বীপ উত্তরপাড়া এলাকার মোজাহের আলম’র পুত্র জাহেদ উল্লাহ(২৮), একই ওয়ার্ড ডেইলপাড়া এলাকার ইউনুছ’র পুত্র মোঃ আইয়ুব(৩২)।

অপরদিকে একই দিন বিকাল সাড়ে ৩টার দিকে, হ্নীলা বাজার সংলগ্ন সিকদার প্লাজা হোটেল’র ২০৬নং কক্ষ থেকে ৪হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

তারা হচ্ছে,হোয়াইক্যং ইউনিয়ন ৭নং ওয়ার্ড সাতঘরিয়া নয়াবাজার এলাকার আবুল খাইর’র পুত্র সৈয়দ আলম(২৫), হাফেজ আহাম্মদ’র পুত্র মোঃ আলম(৪৫),
একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার হোয়াইক্যং ইউনিয়ন’র অন্তর্গত বাজার এলাকার চৌধুরী মার্কেটের সামনে মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে মাদক ক্রয়-বিক্রয় জড়িত দুই যুবককে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ২ হাজার ইয়াবা পাওয়া যায়।

আটক অপরাধীরা হচ্ছে, হোয়াইক্যং ইউনিয়ন ৪নং ওয়ার্ড ডেইংগা কাঁটা এলাকার আবু তাহের’র দুই পুত্র মোঃ সোহেল(২৪),রুবেল হোসেন(২৮)।

তিনি আরো জানান, ইয়াবাসহ আটক ৬ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর