কক্সবাজার থেকে ঢাকাগামী গাড়িতে মিললো ৩০ হাজার ইয়াবা: আটক ২

চট্টগ্রাম • নগরীর শাহ আমানত সংযোগ সড়ক থেকে এক ট্রাক চালকসহ তার সহকারীকে আটক করেছে র‌্যাব-৭। আটককৃতরা হলেন- ট্রাক চালক শহিদুল ইসলাম (৪৪) ও তার সহকারী আরমান আলী (২২)। আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭ টার দিকে তাদের আটক করা হয়। এ সময় সাড়ে ৩০ হাজার ইয়াবাসহ ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক চালকসহ তার সহকারীকে আটক করা হয়। পরে ট্রাকের বিশেষ কুঠুরিতে লুকানো ৩০ হাজার ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাবের ঊর্ধ্বতন এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে তারা কক্সবাজার থেকে সারাদেশে ইয়াবা পাচার করে আসছিল বলে জানিয়েছে। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও খবর