নিজস্ব প্রতিবেদক •
সিনহা হত্যা মামলায় আটক বরখাস্ত হওয়া ওসি প্রদীপসহ অপর আসামীদের বিরুদ্ধে ক্রসফায়ারের নামে মানুষ হত্যার অভিযোগে দায়ের করা ৪টি মামলা তদন্তের নির্দেশ দিয়েছে কক্সবাজার চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
১৬ নভেম্বর(সোমবার) কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক তামান্না ফারাহ এ আদেশ দেন। আদেশে দুটি মামলা সিআইডিকে, একটি পিবিআইকে ও অপরটি উখিয়া-টেকনাফ সার্কেল সহকারী পুলিশ সুপার কে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
মেজর (অবঃ) সিনহা হত্যা মামলার আসামী সাবেক ওসি প্রদীপ টেকনাফ থানায় দায়িত্বকালীন সময়ে কথিত ক্রসফায়ারের নামে বিনা বিচারে হত্যার অভিযোগে নিহতদের স্বজনরা ওসি প্রদীপকে প্রধান আসামী করে অপরাপর আসামীদের বিরুদ্ধে আদালতে অন্তত পাঁচটি মামলার আবেদন করেন।
তৎমধ্যে গেলো ১০ সেপ্টেম্বর টেকনাফের বাহারছড়ার আবদুল আমিন ও হোয়াইক্যংয়ের মুফিদুল আলম নামের দুইজনকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে প্রদীপ কুমার দাস সহ ৫৬ জনের বিরুদ্ধে আদালতে পৃথক দুটি মামলার আবেদন করা হয়েছিল। এছাড়াও একই ইউনিয়নের শাহাব উদ্দীন, মিজানুর রহমান ও মাহমুদুর রহমান নামে আরো ৩ জনকে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছিলেন নিহতের স্বজনরা।
উক্ত ৫ মামলার মধ্যে বিচারিক আদালত, আব্দুল আমিন ও মাহমুদুর রহমান হত্যা মামলাটি সিআইডিকে ও শাহাব উদ্দিন হত্যার মামলাটি পিবিআইকে এবং মিজানুর রহমান হত্যা মামলাটি উখিয়া টেকনাফের সহকারী পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেন। বাকি মামলাটি পরবর্তীতে শুনানীর দিন ধার্য্য করা হয়।
উল্লেখ্য, এই মামলা গুলোর আবেদন আমলে নিয়ে বিজ্ঞ আদালত এর আগে টেকনাফ থানাকে এ সংক্রান্ত পূর্বে কোন মামলার রেকর্ড ও নিহতদের ময়নাতদন্ত করা হয়েছে কিনা সেই বিষয়টি আদালতকে জানানোর জন্য নির্দেশ দেয়া হয়েছিলো। সেই নির্দেশনা অনুযায়ী টেকনাফ থানা আদালতের কাছে প্রতিবেদন হস্তান্তর করার পর আদালত আজ উক্ত ৪টি মামলা তদন্তের নির্দেশ দেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-